Home / অপরাধ-আদালত / ২ বছরের বেশি সাজাপ্রাপ্তদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই

২ বছরের বেশি সাজাপ্রাপ্তদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই

যমুনা নিউজ বিডি: আদালতে দুই বছরের বেশি কারাদণ্ডিত ব্যক্তিদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই বলে আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে যশোর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবিরা সুলতানাসহ সব দুই বছরের অধিক দণ্ডিত প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বন্ধই থাকল।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ রবিবার এ আদেশ দেন। একইসঙ্গে হাইকোর্টের আগের আদেশও স্থগিত করে দিয়েছেন আদালত। আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনালে মাহবুবে আলম, তার সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও এবিএম বায়েজিদ।

যশোর-২ আসনের বিএনপি প্রার্থী সাবিরা সুলতানার আবেদন গ্রহণ করে এ আদেশ দেয়া হলো।

এর আগে বৃহস্পতিবার হাইকোর্ট এক আদেশে বলেছিলো দণ্ডিত ব্যক্তির সাজা ও দণ্ড স্থগিত হলে নির্বাচনে অংশ নিতে পারবে। তার পর হাইকোর্টের সে আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুদক। আপিল বিভাগ শুনানি শেষে হাইকোর্টের আদেশের ওপর দেয়া স্থগিতাদেশ বহাল রাখে।

Check Also

বেলকুচিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুর

যমুনা নিউজ বিডি: সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের দুটি নির্বাচনী কার্যালয়ে বিএনপির নেতাকর্মীদের  হামলা করার অভিযোগ পাওয়া …

Powered by themekiller.com