Home / অন্যান্য / সাপাহারে জান্নাত লেডিস কর্নার এর শুভ উদ্বোধন

সাপাহারে জান্নাত লেডিস কর্নার এর শুভ উদ্বোধন

হাফিজুল হকঃ নওগাঁর সাপাহারে এই প্রথম মহিলাদের জন্য জান্নাত লেডিস কর্নার এর শুভ উদ্বোধন এর মধ্য দিয়ে শপিং কার্যক্রম চালু করা হয়েছে।
৯ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে মহিলা শপিং এর শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ মহিলা আ’লীগের সাপাহার শাখার সভাপতি ও জেলা পরিষদের সদস্য ফাহিমা বেগম ।
সাপাহার  জিরো পয়েন্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর প্রথম  তলায় সাপাহার মহিলা যুবলীগের আহবায়ক নুরে জান্নাত ময়নার লেডিস শপিং মল এর শুভ উদ্বোধন উপলক্ষে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা যুব লীগের  সুমাইয়া আক্তার তুলি, রাণীসাগর, সাংবাদিক,এলাকার সুধীজন সহ অনেকে উপস্থিত ছিলেন।

Check Also

বিট পুলিশিং সেবা জনগণের দ্বারে পৌঁছানো হবে- ডিআইজি

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বিট পুলিশিং সেবা জনগণের দ্বারে দ্বারে পৌছানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com