Home / বিনোদন / সন্তানদের নিয়ে সমঝোতায় ব্র্যাড পিট ও জোলি

সন্তানদের নিয়ে সমঝোতায় ব্র্যাড পিট ও জোলি

যমুনা নিউজ বিডি: হলিউডের প্রাক্তন তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্রাড পিট বিচ্ছেদের পর তাদের ছয় সন্তানের অভিভাবকত্ব নিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ সমঝোতায় পৌঁছেছেন। এর ফলে তাদেরকে এ নিয়ে আর আদালতে যেতে হচ্ছে না।

এ দম্পতি ২০১৬ সালের সেপ্টেম্বরে তাদের বিবাহিত জীবনের ইতি টানার ঘোষণা দেন। তাদের ছয় সন্তানের মধ্যে তিন জন দত্তক নেয়া।

৪৩ বছর বয়সী অ্যাঞ্জেলিনা জোলির আইনজীবী সামান্থা বেলি দিজিয়ান এক বিবৃতিতে বলেন, শিশুদের হেফাজত নিয়ে দু’সপ্তাহ আগে উভয়পক্ষ সমঝোতায় পৌঁছান। এতে জোলি, পিট এবং বিচারক স্বাক্ষর করেন। কিন্তু এতে কি শর্ত রয়েছে তা গোপন রাখা হয়েছে।

আগামী ৪ ডিসেম্বর শিশুদের অভিভাকত্ব নিয়ে উভয়ের আদালতে মামলা শুরুর কথা ছিল। কিন্তু এখন আর তা করতে হচ্ছে না।
জোলি এককভাবে শিশুদের দায়িত্ব নিতে চাচ্ছিলেন। কিন্তু পিট চাচ্ছিলেন ভাগাভাগি করতে।

Check Also

আবার বাপ-বেটা

যমুনা নিউজ বিডি : ছেলে হাবিব ওয়াহিদের সুর-সংগীতে ফেরদৌস ওয়াহিদ প্রথম মৌলিক গানে কণ্ঠ দেন ২০০৬ …

Powered by themekiller.com