Breaking News
Home / সারাদেশ / বগুড়া / শেরপুরে কোচের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শেরপুরে কোচের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

যমুনা নিউজ বিডি:  ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের বিরইল এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় কোচের ধাক্কায় মোটরসাইকেল চালক আবু সাঈদ (২৮) ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় আব্দুস সালাম (৪৫) নামের একজন গুরুতর আহত হয়।

জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের লালচান মিয়ার ছেলে আবু সাঈদ ও একই গ্রামের মৃত শওকত আলীর ছেলে আব্দুস সালাম গত শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে মোটরসাইকেল নিয়ে ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজারে যাওয়ার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের বিরইল নামকস্থানে পৌছলে বগুড়াগামি একটি যাত্রীবাসি কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলটি দুমড়েমুচরে গেলে মোটরসাইকেল চালক আবু সাঈদ ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ ও আহত সালামকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

Check Also

বগুড়ায় উদীচী সম্মেলন: মিন্নু সভাপতি ও বিপ্লব সাধারণ সম্পাদক

মাহমুদুস সোবহান মিন্নুকে সভাপতি ও শাহীদুর রহমান বিপ্লবকে  সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে …

Powered by themekiller.com