Home / স্বাস্থ্যসেবা / শিশুর চোখ ছলছল করলে তা ক্যান্সারের লক্ষণও

শিশুর চোখ ছলছল করলে তা ক্যান্সারের লক্ষণও

যমুনা নিউজ বিডি: চার বছর বয়সী শিশুটির মা ভেবেছিলেন ছেলের ছলছল করা জলজ চোখ আসলে ঠাণ্ডা লাগার কারণে হতে পারে, অথবা চোখের কোনো সংক্রমণের কারণে হতে পারে। আসলে এটি ছিল ছেলেটির বিরল ক্যান্সারের লক্ষণ।

হ্যারি কুকি নামের ওই ছেলেটির মা কার্লি কুকি ক্যাটারস নিউজ এজেন্সিকে বলেন, ‘এটি খুবই বিরল ও অপ্রত্যাশিত এবং বিষয়টি জানতে পারা কঠিন।’

গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি শহর গ্লুসেস্টারশায়ারের বাসিন্দা হ্যারি কুকির মুখ ফোলা ফোলা দেখায়। তার মা তাকে আবারো পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যান। জানুয়ারিতে, তার একটি বিরল ধরনের হাড় বা নরম টিস্যু ক্যান্সার ‘ইউয়িংস সার্কোমা’ ধরা পড়ে। এ ধরনের ক্যান্সার পা, বাহু, পায়ের পাতা, হাত, বুকের পাঁজর, নিম্নদেশ, মেরুদণ্ড, মাথার খুলি বা শরীরের অন্যান্য অংশের হাড়ে দেখা দেয়।

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের মতে, এটি কিশোর-কিশোরী এবং যুবক-যুবতীদের মধ্যে দেখা দেয়। এ ধরনের ক্যান্সারের লক্ষণ হিসেবে ব্যথা বা ফুসকুড়ি, শরীর ফোলা, জ্বর বা হাড় ভাঙা সমস্যা হতে পারে।

ক্যাটারসকে কার্লি কুকি আরো বলেন, ‘এতে হ্যারিকে বিরক্ত বলে মনে হয় না। তাকে সব সময় হাসিখুশি দেখায়। কিন্তু যখন তার মুখ ফুলে উঠল তখন আমাদের জিপি (সাধারণ প্রাকটিশনার) থেকে তাকে একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে নেওয়া হয়। সেখানে ছেলেকে দেখার পর চিকিৎসকদের চিন্তিত দেখালো।’

কুকি বলেন, ক্যান্সারের কারণে তার ছেলের চোখের চারপাশে হাড়ের গঠনে পরিবর্তন দেখা যায় এবং রোগ নির্ণয়ের ছয় দিন পর তার চিকিৎসা শুরু হয়। এ জন্য তাদেরকে যুক্তরাষ্ট্রেও যেতে হয়েছিল। পরিবারের সদস্য এবং বন্ধুরা তার রক্ত ​​দান, কেমোথেরাপি এবং চিকিৎসার জন্য তহবিল সংগ্রহে সহায়তা করেছিল।

ছেলেটির ক্যান্সার এখন সেরে যাওয়ার পথে। কিন্তু কুকি ও তার স্বামী জেমস এই কারণে উদ্বিগ্ন যে চিকিৎসার কারণে ভবিষ্যতে আরো ক্ষতির সম্ভাবনা রয়েছে। কুকি বলেন, ‘ওষুধগুলো শিশুদের জন্য খুব কঠিন। তিনি বলেন, ‘হ্যারির চিকিৎসা মানে তার বৃদ্ধির সমস্যা, দাঁতের সমস্যা এবং ভবিষ্যতে আবারো ক্যান্সারের ঝুঁকি রয়েছে।’

সূত্র : ফক্স নিউজ

Check Also

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখবে যে ৫ ফল

যমুনা নিউজ বিডি : ডায়াবেটিস রক্তে শর্করার (গ্লুকোজ) মাত্রা বাড়িয়ে দেয়। ডায়াবেটিকদের প্রায়ই তাদের খাদ্য …

Powered by themekiller.com