Home / তথ্যপ্রযুক্তি / শহরের রাস্তায় ছুটবে এবার চালকহীন এই বাস

শহরের রাস্তায় ছুটবে এবার চালকহীন এই বাস

যমুনা নিউজ বিডি ঃ চালকবিহীন বাস তৈরি করছে চিনের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা বাইদু। দেশের ফুজিয়ান প্রদেশে নিজেদের কারখানায় তৈরি হচ্ছে বাসগুলি।

বাইদু’র পক্ষ থেকে বলা হয়, শুরুতে চিনের শহরগুলোতে বাণিজ্যিকভাবে এসব বাস ব্যবহার করা হবে। একই সঙ্গে বিদেশের বাজারের দিকেও লক্ষ্য রয়েছে বলে জানায় তারা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লেভেল-ফোর স্বয়ংক্রিয় বাস বাজারে আনতে প্রতিযোগিতায় নেমেছে বাইদু।

লেভেল ফোর স্বয়ংক্রিয় বাস উন্নতমানের হবে। এটা সব ধরনের পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে সক্ষম। জানা গেছে, স্বয়ংক্রিয় বাসের সর্বোচ্চ সীমা লেভেল-ফাইভ। প্রযুক্তিগত দিক থেকে লেভেল ফোরের চেয়ে এটা আরও বেশি উন্নত। বাসে ১৪ টি আসন থাকছে। বাইদু সম্প্রতি স্বয়ংক্রিয় বাস তৈরি শুরুর ঘোষণা দিলেও এই পরিকল্পনার বিষয়ে আগেই জানিয়েছিলেন সংস্থার প্রধান নির্বাহী রবিন লি। বেজিংয়ে বার্ষিক আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ডেভেলপার কনফারেন্সে তিনি বলেছিলেন, প্রথমবারের মতো চালকবিহীন বাস বাজারে ছাড়া হবে ২০১৮ সালেই।

Check Also

পণ্যের প্রচারে ‘শপিং মোড’ আনছে ফেসবুক

যমুনা নিউজ বিডি: ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি লাইভ ভিডিওতে নিজেদের পণ্যের উল্লেখযোগ্য দিক তুলে ধরেন অনেকেই। …

Powered by themekiller.com