Home / খেলাধুলা / মেসিকে পেতে ৯ হাজার কোটি টাকার তহবিল গঠন সমর্থকের

মেসিকে পেতে ৯ হাজার কোটি টাকার তহবিল গঠন সমর্থকের

যমুনা নিউজ বিডিঃ  লিওনেল মেসিকে দলে ভেড়ানোর চেষ্টায় আছে ইউরোপের বেশ কয়েকটি দল। আর্জেন্টাইন মহাতারকাকে নিজেদের করে নিতে এতদিন ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি, ফ্রেঞ্চ লিগ ওয়ানের দলগুলোর নাম শোনা গেলেও প্রথমবারের মতো জার্মান কোনও দলের নাম সামনে আসলো। বুন্দেসলিগার দল স্টুটগার্টে মেসিকে ঘরে টানতে গিয়ে শিরোনামে আসলো এবার। তবে মজার বিষয় হচ্ছে, দলটির এক সমর্থক অনলাইনে ফান্ড গঠন করেছেন মেসিকে প্রিয় দলের জার্সি পরাতে।

ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে যে, টিম আর্টম্যান নামের এই সমর্থকের গড়া তহবিলে এখন পর্যন্ত জমা পড়েছে মাত্র ২৬২ ইউরো। টিম আর্টম্যানকে পাড়ি দিতে হবে বহুদূর। মেসির বাই আউটক্লোজ হচ্ছে ৭০০ মিলিয়ন ইউরো। তাকে কোনো ক্লাব দলে নিতে চাইলে বার্সেলোনকে এই অর্থ দিতে হবে। এ জন্যই আটঘাট বেঁধে নেমেছেন আর্টম্যান, গড়ে ফেলেছেন তহবিল। শেষ পর্যন্ত চূড়ায় পোঁছাতে পারবেন কি না, এটা সময়ই বলে দেবে। ছয় বারের ব্যালন ডি’ অর জয়ীর জন্য ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লোজ ঘোষণা করেছে বার্সা কর্তৃপক্ষ। বলা হচ্ছে, যে কোনো দলের পক্ষে এই খরচ চুকিয়ে মেসিকে নিজের করে নেয়া প্রায় অসম্ভব।

Check Also

আইসিসির নতুন চেয়ারম্যান গ্রেগ বারক্লে

যমুনা নিউজ বিডিঃ আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেগ বারক্লে। …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com