Breaking News
Home / অপরাধ-আদালত / মুন্নীর সাজা স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত

মুন্নীর সাজা স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত

যমুনা নিউজ বিডি: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে যশোর-২ আসনে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীকে বিচারিক আদালতের দেয়া সাজা স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে আপিল বিভাগের চেম্বার আদালতে। ফলে নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে গেল মুন্নীর।

শনিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন। এর আগে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুদক আবেদন করে।

হাইকোর্টের আদেশ স্থগিত করার পাশাপাশি শুনানির জন্য রবিবার সকাল ৯টায় পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন আদালত।

মুন্নীর বিরুদ্ধে বিচারিক আদালতের দেয়া দণ্ড ও সাজা স্থগিত করে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ রইচ উদ্দিনের একক বেঞ্চ আদেশ দেন। সে সময় এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে বলেন, সংবিধান অনুসারে দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে অযোগ্য।

Check Also

শিবগঞ্জে অর্ধ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন

যমুনা নিউজ বিডি:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে সাড়ে পাঁচশ …

Powered by themekiller.com