Breaking News
Home / সারাদেশ / মুক্তিযোদ্ধা প্রতিনিধি সভা শনিবার

মুক্তিযোদ্ধা প্রতিনিধি সভা শনিবার

যমুনা নিউজ বিডি ঃ মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ’র উদ্যোগে আগামী শনিবার সকাল ১০টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে মুক্তিযোদ্ধা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও বলা হয়, সভায় বিশেষ অতিথি হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সভাপতিত্ব করবেন নৌপরিবহনমন্ত্রী এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি শাজাহান খান।

বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয়, মহানগর, উপজেলা ও জেলার সাবেক সহকারী কমান্ডার এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি ও সাধারণ সম্পাদকদেরকে সভায় উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

Check Also

টুঙ্গিপাড়ায় নির্বাচনী ফলাফল প্রত্যাখান :টুঙ্গিপাড়া-ঢাকা সড়ক অবরোধ

যমুনা নিউজ বিডিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ভোটর পুন:গণণার দাবীতে সংবাদ সম্মেলন …

Powered by themekiller.com