Home / বিনোদন / মীমের শুভ শুক্রবার

মীমের শুভ শুক্রবার

যমুনা নিউজ বিডিঃ প্রকৃতিকে প্রতিদিন একইভাবে সকাল এলেও আমাদের জীবনে সকালগুলো আলাদা। সব সকালের আবেদন এক নয়, সব সকালের শুরু এক নয়। বিদ্যা সিনহা মীমের শুক্রবারের সকাল শুরু হয়েছে ভক্তদের শুভ শুক্রবার জানিয়ে।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তিনি ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন শুভ শুক্রবার বলে। একইসঙ্গে নিজের তিনটি ছবি শেয়ার করেছেন। শাড়িতে চিরায়ত বাঙালির রূপ কী এই ছবিতে পাওয়া যাচ্ছে ? সুপ্রিয় পাঠক এক ঝলক দেখে নিতে পারেন বিদ্যা সিনহা মীমের নতুন ছবিগুলো।

Check Also

‘কর্পোরেট’ সিনেমার নায়িকা আঁচল

যমুনা নিউজ বিডিঃ ফের নতুন একটি ওয়েব চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়িকা আঁচল। বেঙ্গল মাল্টিমিডিয়ার …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com