Home / রাজনীতি / মনোনয়ন ফিরে পেলেন রেজা কিবরিয়া

মনোনয়ন ফিরে পেলেন রেজা কিবরিয়া

যমুনা নিউজ বিডি: আসন্ন জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন ফিরে পেয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া ছেলে রেজা কিবরিয়া।

গণফোরাম যোগ দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচনের অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। কিন্তু যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সেই মনোনয়নপত্র বাতিল করে দেন।

শুক্রবার নির্বাচন ভবনে বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন মনোনয়নপত্র রেজার আবেদন বৈধ ঘোষণা করেন।

ঋণ খেলাপের কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র গত ২ডিসেম্বর বাতিল করে দেয় রিটার্নিং কর্মকর্তা।

Check Also

তারা আমাদের নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিতে চায়

যমুনা নিউজ বিডি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার …

Powered by themekiller.com