Breaking News
Home / সারাদেশ / রাজশাহী বিভাগ / বিলে নৌকায় বেড়াতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

বিলে নৌকায় বেড়াতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

যমুনা নিউজ বিডিঃ নাটোরের সিংড়া উপজেলায় বিলে নৌকায় বেড়াতে গিয়ে পানিতে পড়ে মো. সোহান আলী (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় চৌগ্রাম বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করেন এলাকাবাসী।

নিহত ছাত্র উপজেলার বড় চৌগ্রামের কৃষক ফারুক হোসেনের ছেলে ও চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ভোলা জানান, বুধবার বিকালে স্কুলছাত্র মোঃ সোহান আলী তার খালাতো ভাই সিফাত (৮) ও চাচাতো বোন পপি খাতুনের (৮) সঙ্গে বাড়ির পাশে চৌগ্রাম বিলে নৌকায় বেড়াতে যায়।

পরে প্রবল স্রোতে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় মোঃ সোহান। খবর পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ওসি নুর-ই-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Check Also

গাবতলী প্রেসক্লাবের সদস্য সুজনের মৃত্যুতে দোয়া মাহফিল

মুহাম্মাদ আবু মুসাঃ গতকাল শুক্রবার (৪ডিসেম্বর/২০) বগুড়ার গাবতলী প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com