Home / জাতীয় / বিরোধী দল সংসদের বাইরেও হয় : খালেদা জিয়া

বিরোধী দল সংসদের বাইরেও হয় : খালেদা জিয়া

যমুনা নিউজ বিডি:   বিরোধী দল শুধু সংসদেই হয় না, সংসদের বাইরেও বিরোধী দল হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ রবিবার দুপুরে নাইকো দুর্নীতি মামালায় ব্যারিস্টার মওদুদ আহমদের অভিযোগ শুনানির এক পর্যায়ে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, বিরোধী দল শুধু সংসদেই হয় না, সংসদের বাইরেও বিরোধী দল হয়। বিএনপি যে অবস্থানেই থাকুক, বিএনপি জনপ্রিয় একটি দল। জনগণের পক্ষে থাকলেই বিরোধী দল হয়।

নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে আনা হয়। শুনানি শেষে এ মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ২১ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

Check Also

আপাতত সুপ্রভাতের কোনো বাস চলবে না : মেয়র আতিকুল

যমুনা নিউজ বিডি :   রাজধানীর প্রগতি সরণি সড়কে সুপ্রভাত পরিবহনের যে বাসের চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার …

Powered by themekiller.com