Home / বিনোদন / বিপিএল-এ গ্যালারি মাতাচ্ছেন হিরো আলম

বিপিএল-এ গ্যালারি মাতাচ্ছেন হিরো আলম

যমুনা নিউজ বিডি: প্রিয় দলের সমর্থনে গ্যালারিতে আছেন পরিচিতি মুখ হিরো আলম। সদ্য রাজনীতিতে নামা আলম দারুণ ক্রিকেটপ্রেমী। সুযোগ পেলেই স্টেডিয়ামে ছোটেন। বিপিএল আসরে প্রিয় দল রংপুর রাইডার্স এর খেলা দেখতে এখন গ্যালিরিতে তিনি। দলটি মাঠে নেমেছে রাজশাহী কিংসের বিপক্ষে।

হিরো আলম রীতিমতো মাতিয়ে দিচ্ছেন। ফোনে উচ্ছ্বসিত লাগলো তাকে। কালের কণ্ঠকে বললেন, আমি উত্তরবঙ্গের ছেলে। নিজের মাটিকে ভালোবাসি। তাই রংপুর রাইডার্স আমার পছন্দের দল। গতবারও তাদের খেলা দেখতে স্টেডিয়ামে ছিলাম। এবারও আছি। ভবিষ্যতেও থাকবো। আমি চাই দলটি জিতে যাক। গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরবো আশা রাখি। খেলা দেখতে খুব ভালো লাগে। প্রিয় দলের খেলা হলেই আমি স্টেডিয়ামে এসে দেখার চেষ্টা করি। আগামী খেলাগুলোও দেখবো ইনশাল্লাহ।

আজ রবিবার দিনের প্রথম খেলায় রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে রংপুর রাইডার্স। চার ম্যাচের মধ্যে ২ ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলে অবস্থানের পরিবর্তন হয়নি। সেই অবস্থান আরও সংহত করতে মাঠে রংপুর রাইডার্স। সর্বশেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ রানে হেরেছিল বর্তমান চ্যাম্পিয়নরা।

দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

Check Also

ব্রুনাইয়ের দুই শহরে গাইবেন কোনাল

যমুনা নিউজ বিডি: ব্রুনাই যাচ্ছেন কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে নিযুক্ত …

Powered by themekiller.com