Home / সারাদেশ / বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

যমুনা নিউজ বিডি ঃ বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় মোকারম হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রামপাল উপজেলার জিরোপয়েন্ট এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন।

নিহত মোকারম হোসেন ফরিদপুর জেলার কানাইপুর এলাকার বাসিন্দা। এছাড়া আহতরা হলেন- ফরিদপুরের মনির, কামাল ও ফয়সাল। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাসুদ সরদার জানান, ফরিদপুর থেকে মাইক্রোবাসে মোংলায় ঠিকাদারী কাজে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন ওই চারজন। হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী।

Check Also

ঢাবির ‘ঘ’ ইউনিটে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে

যমুনা নিউজ বিডি: সম্প্রতি শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির প্রমাণ …

Powered by themekiller.com