যমুনা নিউজ বিডি: মহাখালীতে রাকিব নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক বাংলাদেশ ছাত্রলীগের ১৯ নম্বর ওয়ার্ড (বনানী) ছাত্রলীগের সভাপতি বলে দাবি করেছেন তার পরিচিতজনরা।
বৃহস্পতিবার রাত ১২টায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বনানী থানার পরিদর্শক (অপারেশন) সায়হান ওলিউল্লা সাংবাদিকদেরবলেন, বনানী ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাকিবকে হত্যা করা হয়েছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
বনানী থানার (ওসি অপরেশন) সায়হান ওলি উল্লা জানান, মহাখালীর ১৯ নং ওয়াডের ছাত্রলীগের সভাপতি রাকিবকে হত্যা করা হয়েছে। এই সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে আছে, বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় নুরুল ইসলাম নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন। নিহতের পিতার নাম আলতাফ হোসেন। তার বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে।