Home / সারাদেশ / বগুড়া / বগুড়া ফাঁপোর কাঁনাড় হিন্দুপাড়া ৩ দিন ব্যাপী চড়ক মেলার প্রস্তুতিমূলক আলোচনা সভা

বগুড়া ফাঁপোর কাঁনাড় হিন্দুপাড়া ৩ দিন ব্যাপী চড়ক মেলার প্রস্তুতিমূলক আলোচনা সভা

যমুনা নিউজ বিডি ঃ বৃহস্পতিবার সকাল ১০ টায় বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নের কাঁনাড় হিন্দুপাড়া রাধা গোবিন্দ মন্দিরে কালীর্পূজা উপলক্ষে ৩ দিন ব্যাপী চড়ক মেলার প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অত্র মন্দিরের সভাপতি সখেন চন্দ্র সরকারের সভাপতিত্বে চড়ক মেলার প্রস্তুতিমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাঁপোর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মমিনুর ইসলাম রকি। তিনি বলেন,মানুষ মানুষের জন্য,এলাকার যুব সমাজ পারে তাদের নিজ এলাকাকে মাদক,দূর্নীতি মুক্ত সমাজ গড়ে তুলতে। প্রতিটি সমাজের মানুষকে সবার সাথে মিলেমিশে চলতে হয়। প্রতিটি অঞ্চলের মানুষ বিশেষ দিনে মিলিত হয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। কালীপূজা উপলক্ষে চড়ক মেলা আবার হলে অত্র এলাকার মানুষ সামাজিক বন্ধনে আবদ্ধ হবে।চড়ক মেলা অনুষ্ঠিত হলে অত্র এলাকার উৎসব মুখর পরিবেশের সৃষ্ঠি হবে। যাতে ছোট বড়,ধনী-গরীব সবাই এক কাতারে উৎসবে অংশ নিবে নতুন দিগন্তের সৃষ্টি হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ফাঁপোর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন, সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা শাহজাহান আলী, অত্র মন্দিরের সাধারণ সম্পাদক অভিরাম,কৃষ্ণ প্রামানিক,সংখ প্রামানিক,নিতাই সরকার,বারণ সরকার,বতিন সরকার,রাখাল সরকার, চন্দ্রন সরকার প্রমুখ।

Check Also

শেরপুরে পূজা মন্ডপ পরিদর্শন করে অনুদান দিলেন জেলা আ.লীগের মজনু

যমুনা নিউজ বিডি:  বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক …

Powered by themekiller.com