Breaking News
Home / সারাদেশ / বগুড়া / বগুড়া জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে কট‚ক্তির প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বগুড়া জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া শহরে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ কুমার রায়, এড. জাকির হোসেন নবাব, শেরীন আনোয়ার জর্জিস, এস এম রুহুল মোমিন তারিক, মাশরাফী হিরো, আবু সুফিয়ান সফিক, আব্দুস সালাম, সাজেদুর রহমান শাহীন, আমিনুল ইসলাম ডাবলু, মঞ্জুরুল হক মঞ্জু প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করণে সরকার বদ্ধ পরিকর। সরকার আইনের শাসনে বিশ্বাসী। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা ইতিমধ্যেই ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড বলে ঘোষণা দিয়েছেন। অথচ বিএনপি-জামায়াতের দোসররা ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। তারা ধর্ষকদের নয় বরং সরকার পতনের দিকেই বেশি আগ্রহ দেখাচ্ছে। তারা চায় দেশকে অস্থিতিশীল করতে। এ ব্যাপারে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে সজাগ থাকার আহŸান জানান। নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর নামে কট‚ক্তিকারীদের গ্রেফতার এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

Check Also

শিবগঞ্জ সরকারি জলমহল কে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ১০ নিহত ১

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ তিয়াইল মৌজার সরকারি জলমহল কে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com