যমুনা নিউজ বিডি: বগুড়া জেলার চুরি ছিনতাই রোধে জেলা পুলিশের বিশেষ অভিযানে বগুড়ায় ২ জন যুবককে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক দয় হলো শহরের রহমান নগর কাজী খানা মোড় এলাকার আব্দুল আজিজের পুত্র মোঃ আরিফুর রহমান আরিফ (২২) এবং একই এলাকার মোঃ খোকন হোসেনের পুত্র মোঃ শামিম হোসেন। রবিবার দুপুর ২.৩০টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা জব্বার ক্লাবের উত্তর পার্শে দিগাসন টাওয়ারের গলি থেকে বগুড়া সদর ফাঁিড়র পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে ২টি রাম দা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর পুলিশ ফাড়িঁর এস আই হাফিজুর রহমান। তার সঙ্গে ছিলেন এ এস আই আলমাশ, এ টি এস আই মাসুদ, কনস্টেবল শাহাদত হোসেন এবং হারুনুর রশিদ। এস আই হাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত যুবকরা শহরের বিভিন্ন এলাকায় চাদাঁবাজি, চুরি, ছিনতাই সহ নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
