Home / অপরাধ-আদালত / বগুড়ায় চার অভিযুক্ত ছিনতাইকারী গ্রেপ্তার

বগুড়ায় চার অভিযুক্ত ছিনতাইকারী গ্রেপ্তার

যমুনা নিউজ বিডি:  বগুড়ার শাজাহানপুরের ফুলদীঘি এলাকায় বার্মিজ চাকুসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটক ছিনতাইকারীরা হলেন বগুড়া সদরের চক ফরিদ এলাকার ফজলুল হকের ছেলে ফয়সাল (২০), একই এলাকার শফিকুল ইসলামের ছেলে পাভেল (২০), ঠনঠনিয়া এলাকার শাহ আলমের ছেলে জিম (১৭) এবং একই এলাকার বেল্লাল হোসেনের ছেলে  মিরাজুল (২০)।

থানার এসআই মামুন বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর আজ শুক্রবার আসামিদেরকে আদালতে পাঠিয়েছেন।

এসআই মামুন বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফুলদীঘি এলাকায় স্থানীয় লোকজন ছিনতাইকারীদেরকে বার্মিজ চাকুসহ আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে মামলা দায়েরের পর শুক্রবার তাদেরকে আদালতে পাঠানো হয়।

Check Also

ওসমানী বিমানবন্দর থেকে ৬ কেজি স্বর্ণ জব্দ

যমুনা নিউজ বিডি: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কেজি ৩২ গ্রাম ওজনের জব্দ করেছে কাস্টমস …

Powered by themekiller.com