Home / সারাদেশ / বগুড়া / বগুড়ার শ্রেষ্ঠ ইন্সপেক্টর হলেন শাজাহানপুর থানার আবুল কালাম আজাদ

বগুড়ার শ্রেষ্ঠ ইন্সপেক্টর হলেন শাজাহানপুর থানার আবুল কালাম আজাদ

ষ্টাফ রিপোর্টার :  বগুড়ার শাজাহানপুর থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর পদকে ভূষিত হয়েছেন।

সোমবার সকালে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করেন।

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে ২১ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয় এবং অবসরপ্রাপ্ত ৪ পুলিশ সদস্যকেও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার রোকসানা ইসলাম সুজানার সঞ্চালনায় অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), সফিজুল ইসলাম, আব্দুল জালিল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, গাজিউর রহমান, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার হেলেনা আকতার, পুলিশ লাইন্স কলেজের প্রিন্সিপাল শাহাদত আলম ঝুনু, ডা. অসীম কুমার সাহা উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়ায় শহীদ জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল

মমিন রশীদ বগুড়া ঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৩তম জন্ম বার্ষিকী …

Powered by themekiller.com