Home / সারাদেশ / বগুড়া / বগুড়ার শাজাহানপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে বিদায় সংবর্ধণা

বগুড়ার শাজাহানপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে বিদায় সংবর্ধণা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ খাঁনকে নয়মাইল যুব সমবায় সমিতির পক্ষ থেকে বিদায় সংবর্ধণা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে এই সংবর্ধণা প্রদান করা হয়। সমিতির সভাপতি শাহ আলম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক বিরাজ চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইকবাল হক, আমরুল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, সাবেক আড়িয়া ইউপি চেয়ারম্যান তছলিম উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, বিশিষ্ট্য ব্যবসায়ী শাহাদত হোসেন মন্ডল প্রমুখ। এসময় সমিতির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

Check Also

শার্শা সীমান্ত থেকে ইয়াবাসহ যুবক আটক

যমুনা নিউজ বিডি : যশোরের শার্শা থানার অগ্রভুলাট সীমান্ত থেকে ১ হাজার ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ …

Powered by themekiller.com