Home / সারাদেশ / বগুড়া / বগুড়ার শাজাহানপুরে প্রতিবন্ধী বৃদ্ধা নিখোঁজ

বগুড়ার শাজাহানপুরে প্রতিবন্ধী বৃদ্ধা নিখোঁজ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে লাইলী বেগম (৬৫) নামে মানসিক ও শ্রবন প্রতিবন্ধী এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন।

রোববার বিকেলে নিখোঁজ বৃদ্ধার মেয়ে উপজেলার জামুন্না বগুড়াপাড়ার আব্দুল গফুরের স্ত্রী আলেফা বেগম থানায় সাধারন ডাইরী (ডাইরী নং-৫৭৮) করেছেন।

আলেফা বেগম জানান, তার মা লাইলী বেগম একজন মানসিক ও শ্রবন প্রতিবন্ধী। গত ১৭ ডিসেম্বর বেলা ১১ টার দিকে শেরপুর উপজেলার ছনকা গ্রামস্থ নাতনীর বাড়ীতে যাওয়ার কথা বলে বের হয়। কিন্তু সেখানে না গিয়ে সেদিন থেকেই তিনি নিখোঁজ হন। আত্মিয়-স্বজন সহ সম্ভাব্য সব স্থানে খোঁজা-খুঁজি করেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর আগেও তিনি নিখোঁজ হয়েছেন আবার ফিরেও এসেছেন। এবার নিখোঁজ হওয়ার সময় তার পড়নে প্রিন্টের শাড়ী ও ব্লু রংয়ের সুয়েটার ছিল। গায়ের রং কালো, মুখ মন্ডল গোলাকার ও উচ্চতা অনুমান ৫ ফিট। কোন সুহৃদ ব্যক্তি বৃদ্ধা মায়ের খোঁজ পেলে ০১৭১০-৭৯০২১৬ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানান তিনি।

Check Also

পাবনায় ৩ দিন শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের ১৩১ তম মহোৎসব শুভ উদ্বোধন

পাবনা প্রতিনিধিঃ পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ৩ দিন ব্যাপি ১৩১ তম আবির্ভাব বর্ষবরন …

Powered by themekiller.com