Breaking News
Home / সারাদেশ / পিরবের জানগ্রামে মামী ভাগ্নের লটর পটর অতঃপর মামা কর্তৃক ধৃত

পিরবের জানগ্রামে মামী ভাগ্নের লটর পটর অতঃপর মামা কর্তৃক ধৃত

যমুনা নিউজ বিডি ঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউপির জানগ্রামে মামী ভাগ্নের লটর পটর অতঃপর মামা কর্তৃক ধৃত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, পিরব ইউপির জানগ্রামের আব্দুস ছোবাহানের স্ত্রী মনিশার সঙ্গে পার্শ্ববর্তী ভাড়াহার চৌধুরী পাড়ার মোজাম্মেলের পুত্র আরিফ মোবাইল ফোনে তার আপন মামী মনিশার সঙ্গে দীর্ঘ দিন যাবৎ প্রেম আলাপ করে আসছিল। এরপরিপ্রেক্ষিতে গত ১১ জুলাই সকাল ১০টায় মামীর ডাকে নিজ শয়ন ঘরে অনৈতিক কাজে লিপ্ত হয়। তাদের অনৈতিক মেলামেশার সময় মামা ছোবাহান আকস্মিক ভাবে বাড়ীতে এসে হাতে নাতে আটক করে। এসময় গ্রামের উৎসুক জনতার তোপের মুখে তাদের উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেওয়া হয়। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যেকর সৃষ্টি করেছে।

Check Also

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। …

Powered by themekiller.com