Home / সারাদেশ / পাবনায় ট্রাক উল্টে নিহত ৩

পাবনায় ট্রাক উল্টে নিহত ৩

যমুনা নিউজ বিডি: পাবনার সদর উপজেলায় বাইপাস মোড়ে একটি ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। কাঠের গুঁড়িভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে নুরপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

ওসি ওবাইদুল হক জানান, নুরপুর বাইপাস এলাকায় কাঠের গুঁড়িভর্তি পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

আহত শ্রমিককে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাঠের গুঁড়িভর্তি ট্রাকটি কাঁচপাড়া থেকে বাস টার্মিনাল এলাকায় যাচ্ছিল বলে জানা গেছে। নিহতদের মৃতদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Check Also

ওসমানী বিমানবন্দর থেকে ৬ কেজি স্বর্ণ জব্দ

যমুনা নিউজ বিডি: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কেজি ৩২ গ্রাম ওজনের জব্দ করেছে কাস্টমস …

Powered by themekiller.com