Breaking News
Home / জাতীয় / নির্বাচন ইস্যু: বৈঠকে বসছে বিএনপি

নির্বাচন ইস্যু: বৈঠকে বসছে বিএনপি

যমুনা নিউজ বিডি ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের অবস্থান কি হবে তা নিয়ে শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত বৈঠক করবে বিএনপি। বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর পাশাপাশি ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গেও বৈঠকে বসবেন বিএনপির শীর্ষ নেতারা।

বিএনপির চেয়ারপারসনের মিড়িয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বৈঠকে বসার তথ্য নিশ্চিত করেছেন।

দলটির একাধিক সূত্র জানিয়েছে, বিকেল পাঁচটার দিকে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসবেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ২০ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপির নেতারা। এছাড়া রাত ৮টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গেও বিএনপির নেতাদের একটি বৈঠকের কথা রয়েছে।

নির্বাচনে যেতে হলে শনিবার বা রোববারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে বিএনপিকে। কারণ, রোববারের মধ্যে কোন দল কোন জোটের সঙ্গে ‘নির্বাচনী মোর্চা’ করবে- তা নির্বাচন কমিশনকে (ইসি) লিখিতভাবে জানাতে হবে। এমনকি দলীয় ‘প্রতীক’ কার স্বাক্ষরে বরাদ্দ করা হবে, তার নাম ও নমুনা স্বাক্ষরসহ ইসিকে জানাতে হবে।

Check Also

১ এপ্রিল ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠক

যমুনা নিউজ বিডি: আগামী ১ এপ্রিল ভারত ও বাংলাদেশের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠক  অনুষ্ঠিত …

Powered by themekiller.com