Home / আন্তর্জাতিক / নতুন করে শুল্কারোপ করবে না ওয়াশিংটন-বেইজিং

নতুন করে শুল্কারোপ করবে না ওয়াশিংটন-বেইজিং

যমুনা নিউজ বিডি: ওয়াশিংটন ও বেইজিং নতুন করে শুল্কারোপ না করার বিষয়ে সম্মতি জানিয়েছে। শনিবার জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছেন বলে জানা গেছে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার জি-২০ সম্মেলনে এক বৈঠকে বসেন। বাণিজ্যযুদ্ধে উত্তেজনা হ্রাস করতে দুই নেতার মধ্যে বৈঠকটি ইতিবাচকভাবেই শেষ হয়েছে।

এদিকে, দীর্ঘদিনের বাণিজ্যযুদ্ধের সমাপ্তি টানতে আগামী ১ জানুয়ারি থেকে নতুন করে আর শুল্কারোপ করা হবে না বলে জানিয়েছে চীন।

সূত্র: বিবিসি

Check Also

আইএসের শামীমাকে নিয়ে বাংলাদেশের বক্তব্যে বিপদে যুক্তরাজ্য

যমুনা নিউজ বিডি :  বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম ২০১৫ সালে ইসলামিক স্টেটে (আইএস) যোগ …

Powered by themekiller.com