Home / সারাদেশ / বগুড়া / নওদাপাড়া একতা নিপুন সংঘের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওদাপাড়া একতা নিপুন সংঘের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ঃ গতকাল শুক্রবার বিকেলে বগুড়া সদরের নওদাপাড়া একতা নিপুন সংঘ (এন এ এন এস) এর ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। সংগঠণের সভাপতি প্রভাষক হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সহিদুল ইসলাম খাঁন বলেন, সমাজের উন্নয়নে ও গরিব ও অসহায়দের সাহায্যার্থে নওদাপাড়া একতা নিপুন সংঘের মত প্রতিটি সংগঠনের এগিয়ে আসা উচিৎ। শীতের শুরুতেই অসহায়দের মাঝে গরম কাপড় ও কম্বল বিতরণ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
সংগঠণের সাধারণ সম্পাদক ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া সদর উপজেলা সমাজসেবা অফিসার আতাউর রহমান ও বগুড়া শহর সমাজসেবা অফিসার নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম, ইউপি সদস্য শহিদুল ইসলাম নান্টু, কোহিনুর বেগম, ওয়াহেদুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে নওদাপাড়া একতা নিপুন সংঘের নিজস্ব তহবিল হতে দেড় শতাধিক শীতার্থ দরিদ্র মানুষের মাঝে অতিথিবৃন্দ কম্বল বিতরণ করেন। এর আগে সংগঠনের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

Check Also

শার্শা সীমান্ত থেকে ইয়াবাসহ যুবক আটক

যমুনা নিউজ বিডি : যশোরের শার্শা থানার অগ্রভুলাট সীমান্ত থেকে ১ হাজার ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ …

Powered by themekiller.com