Home / অপরাধ-আদালত / নওগাঁয় যুবকের গলা কাটা লাশ উদ্ধার

নওগাঁয় যুবকের গলা কাটা লাশ উদ্ধার

যমুনা নিউজ বিডি: নওগাঁর বদলগাছিতে তপন কুমার সরকার (২৭) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে বাড়ির অদূরে আলু ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তপন কুমার সরকার পেশায় দর্জি। তিনি রামনাথ গ্রামের রথীন্দ্রনাথের ছেলে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, তপন কুমার সরকার শুক্রবার তাঁর দর্জি দোকানে গিয়েছিলেন। রাতে দোকান থেকে আর বাড়িতে ফেরেননি। এরপর তপন কুমারের বাবা-মা ঘটনাটি ইউপি সদস্য হেলাল হোসেনকে জানান। পরে বিষয়টি তাঁরা থানা-পুলিশকে জানান।

ইউপি সদস্য হেলাল হোসেন বলেন, তপনের বাবা রাতে তাঁকে ঘটনাটি জানান। এরপর তাঁরা তপনের খোঁজে বের হয়ে তাঁকে পাননি। আজ আলু ক্ষেতের ভেতরে তার গলাকাটা লাশ পাওয়া যায়।

বদলগাছী থানার ওসি (তদন্ত) আবদুল মালেক বলেন, দরজি তপন কুমার সরকারের লাশ পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি।

Check Also

শার্শা সীমান্ত থেকে ইয়াবাসহ যুবক আটক

যমুনা নিউজ বিডি : যশোরের শার্শা থানার অগ্রভুলাট সীমান্ত থেকে ১ হাজার ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ …

Powered by themekiller.com