Breaking News
Home / সারাদেশ / বগুড়া / ধুনটে সংস্কারের অভাবে সড়ক ভেঙ্গে ট্রাক খাদে

ধুনটে সংস্কারের অভাবে সড়ক ভেঙ্গে ট্রাক খাদে

যমুনা নিউজ বিডি:   বগুড়ার ধুনটে সংস্কারের অভাবে সড়ক ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক খাদে পড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার সহড়াবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানাযায়, চট্রগ্রাম থেকে একটি পাথর বোঝাই ট্রাক শহড়াবাড়ী ঘাটে যাচ্ছিল। ট্রাকটি ঘাট এলাকার ১নং বাঁধে পৌছিলে সড়ক ধ্বসে ট্রাকটি খাদে পড়ে দুর্ঘটনার সিকার হয়। যার নং- ঢাকা মেট্র-ট ১৬-৬২৩১। দুর্ঘটনায় ট্রাক চালক গুরুতর আহত হয়। পরে স্থানীরা চালকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়।  এ বিষয়ে ঘাট ইজারদার হযরত আলী জানান, নদী ভাঙ্গন ও বন্যাপ্রবল এলাকায় আমার নিজস্ব তহবিল থেেেক প্রায় ৬ লক্ষ টাকা ব্যায়ে ১ কিলোমিটার সড়ক নির্মান করি। এই সড়কে প্রতিদিন প্রায় শতশত জানবাহন চলাচল করে। সরকারী ভাবে সড়ক মেরামত ও পাকা না হওয়ায় দুর্ঘটনার সিকার হচ্ছে বিভিন্ন যানবাহনসহ পথচারীরা। কয়েক লক্ষ টাকা দিয়ে ঘাট ইজারা নেবার পর শুধুমাত্র সড়ক সংস্কার না হবার কারনে দুর্ঘটনাসহ নানা ভাবে লোকসানে আছে ইজারাদার। সড়ক সংস্কারের বিষয়ে জেলা পরিষদে জানানোর পরেও কোন কাজ হয়নি বলেও জানান ঘাট ইজারাদার হযরত আলী।  দ্রæততম সময়ের মধ্যে সড়কটি মেরামত কার না হলে সড়ক দুর্ঘটনাসহ নানা সমস্যা দিনদিন বেড়েই চলবে বলে আশংকা করছে ইজারাদারসহ সাধারন মানুষ।  সড়কটি মেরামত করার জন্য উর্ধোতন কর্মকর্তার সু দৃষ্টি কামনা করেন স্থানীয়রা।

Check Also

বগুড়ার শেরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ॥ থানায় অভিযোগ

যমুনা নিউজ বিডি: বগুড়ার শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড বাঁশপট্টি এলাকায় নাচ শেখানোর নামে কলেজ ছাত্রীকে ধর্ষণের …

Powered by themekiller.com