Home / সারাদেশ / বগুড়া / দিন বদলের মঞ্চ বগুড়া ‘র মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা

দিন বদলের মঞ্চ বগুড়া ‘র মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা

যমুনা নিউজ বিডি: দিন বদলের মঞ্চ বগুড়া বিগত ১৮বছরের ন্যায় এবার বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় দিনব্যাপী  নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় উৎসব পালন করবে।
বিজয় উৎসব ২০১৮ উদযাপন কমিটির আহ্বায়ক দীলিপ কুমার দাস সমরের সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক মো:নাদিম মাহমুদ এর পরিচালনায় আজকে বিকেল ৫টায় উদীচী জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন দিন বদলের মঞ্চ বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি এস এম শাহীদুর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক অজয় সাহা, উদযাপন কমিটির যুগ্ন-আহ্বায়ক আব্দুল লতিফ, সদস্য ফজলুর রহমান, পাপ্পু,  শাহনিওয়াজ, সোহাগ, শরিফুল, সোহানুর, জুলফিকার, বক্কর।
বক্তারা বলেন ১৯৭১ সালে ৩০ লক্ষ বীর শহিদ, ৩ লক্ষ মা-বোনদের সভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের এই মহান স্বাধীনতা। আমাদের এই মহান স্বাধীনতা কে আমাদের ই রক্ষা করতে হবে এবং নতুন প্রজন্মের কাছে সঠিক স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে হবে ও জানাতে হবে। বিগত ১৮ বছর যাবত যা “দিন বদলের মঞ্চ, বগুড়া” মহান বিজয় দিবসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বগুড়ার মানুষের কাছে তুলে ধরছে।

Check Also

শার্শা সীমান্ত থেকে ইয়াবাসহ যুবক আটক

যমুনা নিউজ বিডি : যশোরের শার্শা থানার অগ্রভুলাট সীমান্ত থেকে ১ হাজার ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ …

Powered by themekiller.com