Home / আন্তর্জাতিক / ট্রাম্পকে কখনো ক্ষমা করব না: মিশেল ওবামা

ট্রাম্পকে কখনো ক্ষমা করব না: মিশেল ওবামা

যমুনা নিউজ বিডি: সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, আমি ট্রাম্পকে কখনো ক্ষমা করবো না। স্বামী বারাক ওবামার জন্ম নিয়ে ষড়যন্ত্র করায় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে তার স্মৃতিকথায় এই মন্তব্য করেছেন।

এদিকে তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, তার গর্ভে ভ্রূণ নষ্ট হয়ে যাওয়ায় ২০ বছর আগে তিনি আইভিএফ ব্যবহার করেছিলেন। খবর এনডিটিভি’র

মিশেল ওবামা তার স্মৃতিকথা ‘বিকামিং’ এ লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারণায় ওবামার আমেরিকায় জন্ম নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব বের করেছিলেন। কিন্তু এটা সত্য ছিল না। এটা ছিল সম্পূর্ণ মিথ্যা এবং সংকীর্ণ মনের কাজ। কিন্তু এটা বিপজ্জনক।

মিশেল ওবামা বলেন, একজন বিকৃতমনা মানুষ যদি গুলি ভর্তি বন্দুক দিয়ে ওয়াশিংটনে হামলা চালায় তাহলে কী ঘটবে? তিনি নারীদের নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোভাবের নিন্দা জানান। ফার্স্ট লেডি বলেন, ট্রাম্পের মন্তব্য আমাদের পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলেছিল। তাই আমি তাকে কখনো ক্ষমা করবো না।

এদিকে মিশেল এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ২০ বছর আগে তার মিসকারেজ হয়েছিল। কিন্তু তিনি কাউকে বলতে পারেননি। পরে তিনি এবং তার স্বামী ওবামা সন্তান জন্মদানের জন্য আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেনশন) পদ্ধতি ব্যবহার করেছিলেন। এর মাধ্যমে তার দুই মেয়ে জন্মগ্রহণ করেছিল।

Check Also

নেদারল্যান্ডসে বন্দুক হামলায় নিহত বেড়ে ৩

যমুনা নিউজ বিডি:   নেদারল্যান্ডসের ইউট্রেখট শহরে যাত্রীবাহী ট্রামে বন্দুক হামলায় তিনজন নিহত ও নয়জনের অবস্থা …

Powered by themekiller.com