যমুনা নিউজ বিডি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম হারুনুর রশিদ হিরণ মিয়ার ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে উপজেলা সদরের জগন্নাথপুর বাজারে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
হারুনুর রশিদ হিরণ মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
স্মৃতি সংসদের সভাপতি হাজী ইকবাল হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শশিকান্ত গোপের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন এমপি শাহানা রব্বানী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, সৈয়দ আবুল কাশেম, খায়রুল কবির রুমেন যুক্ররাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক প্রমুখ।