Breaking News
Home / সারাদেশ / গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

যমুনা নিউজ বিডি: ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক ও অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার গভীর রাতে ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক জসিম শেখ (২৫) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নওয়াখোলা গ্রামের বকুল শেখের ছেলে। অপর ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা জানিয়েছেন, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে একটি নসিমন পল্লীবিদ্যুতের খুঁটি মুকসুদপুরে নামিয়ে দিয়ে নিহত জসিমসহ পাঁচ শ্রমিক গোপালগঞ্জ ফিরছিলেন। নসিমনটি ঘটনাস্থল দাসেরহাটে পৌঁছালে পেছন দিক থেকে একটি বাস নসিমনটিকে ধাক্কা দিলে জসিম ঘটনাস্থলেই মার যান।

এ সময় অন্য চার শ্রমিক আহত হয়। তাদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অপরদিকে, গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়িচাপায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

তার লাশ আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ শয্যা জেনারেল  হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Check Also

শিবগঞ্জের মাঝিহট্টে প্রতিপক্ষের মারপিটে দুই জন আহত অতঃপর থানায় অভিযোগ

যমুনা নিউজ বিডি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্টে প্রতিপক্ষের মারপিটে মহিলাসহ আহত-২ অতঃ পর থানায় অভিযোগ। অভিযোগ …

Powered by themekiller.com