Home / সারাদেশ / বগুড়া / কাবাডি খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে শেখ কামাল স্মৃতি কাবাডি টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন

কাবাডি খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে শেখ কামাল স্মৃতি কাবাডি টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন

আলতাফুন্নেছা খেলার মাঠে, কাবাডি খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে শেখ কামাল স্মৃতি কাবাডি টুর্ণামেনে ্টর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়। উক্ত টুর্ণামেন্রে শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বগুড়া চেম্বার অব কমার্স এর সভাপতি জনাব মোঃ মাছুদুর রহমান মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জনাব নুরুল আলম টুটুল, যুগ্ম সম্পাদক সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু, নির্বাহী সদস্য জনাব জামিলুর রহমান জামিল। আজকের খেলায় টাইগার্স কাবাডি ক্লাব, বগুড়া ৪৬-২৪ পয়েন্টে জাহিদুল স্পোটিং ক্লাব, গাবতলীকে পরাজিত করে। আগামীকালকের খেলায় অংশগ্রহণ করবে- রাইজিং কাবাডি ক্লাব, লতিফপুর বনাম, এগ্রেসিভ কাবাডি বয়েজ, কলোনী। খেলা পরিচালনা করেন- ফজলু ও নিটু, জাহাঙ্গির আলম, রতন ও মামুন।

Check Also

শিবগঞ্জের মাঝিহট্টে প্রতিপক্ষের মারপিটে দুই জন আহত অতঃপর থানায় অভিযোগ

যমুনা নিউজ বিডি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্টে প্রতিপক্ষের মারপিটে মহিলাসহ আহত-২ অতঃ পর থানায় অভিযোগ। অভিযোগ …

Powered by themekiller.com