Breaking News
Home / সারাদেশ / করোনা আক্রান্ত কুমার শানু

করোনা আক্রান্ত কুমার শানু

যমুনা নিউজ বিডিঃ সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে যখন দুশ্চিন্তা কিছুটা কমেছে। ঠিক তখনেই আরেক দুঃসংবাদ। এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন জনপ্রিয় গায়ক কুমার শানু। এদিন গায়কের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত শানুদা করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ, সবাই তার সুস্থতা কামনা করবেন। ধন্যবাদ।’স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দিন কয়েক ধরে জ্বরে ভুগছিলেন গায়ক। এরপর তাঁর করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ এসেছে। তবে, কুমার শানুর উপসর্গ থাকলেও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা, তা নিয়ে এখনও কিছু জানায়নি তাঁর পরিবার। এমনকী কোন জায়গা থেকে তাঁর করোনা আক্রান্ত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়েও এখনও কিছু স্পষ্ট করা হয়নি।

বর্তমানে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন। কয়েকদিন আগে একটি গানের রিয়ালিটি শোতে অংশ নিতে দেখা গিয়েছিল তাকে।

Check Also

পৌরসভা নির্বাচন উপলক্ষে গাবতলীতে প্রথম দিনে ৭জন মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন

মুহাম্মাদ আবু মুসাঃ আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন ফরম বিতরণ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com