Home / সারাদেশ / বগুড়া / কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগড়ায় পৌঁছে গেছে- ডা: মিশু
dav

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগড়ায় পৌঁছে গেছে- ডা: মিশু

ষ্টাফ রিপোর্টার: বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ’্যসেবা আজ মানুষের দোরগড়ায় পৌঁছে গেছে। তিনি বলেন, সুস্বাস্থ্যই দেশের অর্থনীতিকে অগ্রগামী করে তাই স্বাস্থ্যসেবায় বর্তমান সরকার গুরুত্বের সাথে সফলভাবে কাজ করে যাচ্ছে।
রবিবার দুপুরে শহরের জলেশ^রীতলা কম্বাইন্ড মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের ৫ম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি নবীন বরণে উপস্থিত সকল শিক্ষার্থীকে চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারদের পাশাপাশি মেডিকেল এ্যাসিসটেন্টদের কাজের গুরুত্বের কথা তুলে ধরেন এবং সুশিক্ষা গ্রহণের পাশাপাশি সকলকে ভাল মানুষ হিসেবে গড়ে উঠার আহবান জানান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা: জিসাদ কবির, ডা: মাশফিকুর শুভ্র, বিডিএমএ বগুড়া জেলা শাখার অর্থ সম্পাদক মো: হুমায়ুন কবির, প্রতিষ্ঠানটির পরিচালক মো: শাহাবুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ডেন্টিস্ট মোশাররফ হোসেন।

Check Also

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

যমুনা নিউজ বিডি: চুয়াডাঙ্গা সদর উপজেলার শাহপুর গ্রামে পারিবারিক বিরোধে সুজন হোসেন (২৬) নামের এক …

Powered by themekiller.com