ষ্টাফ রিপোর্টারঃ সোমবার বিকেলে বগুড়ার পৌরসভার ১৩নং ওয়ার্ডের ফুলতলা এলাকায় দোয়া ও সমর্থন চেয়ে লিফলেট বিতরণ করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাউন্সিলর প্রার্থী বগুড়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি যমুনা নিউজ বিডি সম্পাদক আলহাজ্ব মমিনুর রশীদ শাইন ।
তিনি গনসংযোগ কালে বলেন, আমি এই এলাকার সন্তান আপনাদের সুখে দুখে পাশে থাকবো। আমান শৈশব এই ফুলতলা স্কুলে কেটেছে ,আপনারা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে আমাকে দোয়া ও সহযোগিতা করুন ,আমি এলাকার উন্নয়নে কাজ করবো। এ সময় উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী মানিক,সাজু ,রাজু, মিলন, বিএনপি নেতা মমিন,শফিক শ্রমিকদল নেতা বেলাল হোসেন,রতন, ছাত্র নেতা সেতু , সিয়াম, রাজেশ নিপু,বিপু ,রোমান প্রমুখ।