Home / জাতীয় / উভয়পক্ষকে মাঠ ছাড়ার অনুরোধ প্রশাসনের, বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক

উভয়পক্ষকে মাঠ ছাড়ার অনুরোধ প্রশাসনের, বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক

যমুনা নিউজ বিডি: টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে সঙ্কট নিরসন ও সংঘর্ষ থামাতে মাঠে অবস্থানরত তাবলীগের সকল সাথী, মাওলানা সাদের অনুসারী ও মাদরাসা শিক্ষার্থীদের মাঠ ছাড়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন। পুলিশের এডিশনাল ডিআইজি মনিরুজ্জামান এই মহুর্তে মাঠে অবস্থানরত উভয়পক্ষকে নিরাপদে ফিরে যাওয়ার অনুরোধ করেন। তিনি জানান, জোড় ও ইজতেমা যথা সময়ে হবে কিনা এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বিকাল ৩ টায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

সেখান থেকে সিদ্ধান্ত হবে জোড় ও ইজতেমার ব্যাপারে। এবং বৈঠকের পর সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। জানা যায়, বৈঠকে তাবলীগ জামাতের দুই পক্ষ ও আলেম উপদেষ্টাদের অনেকেই অংশগ্রহণ করবেন। বৈঠকে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ সেখানে উপস্থিত থাকবেন।

Check Also

আজ মনোনয়ন ফিরে পেতে খালেদার রিটের আদেশ

যমুনা নিউজ বিডি : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের …

Powered by themekiller.com