Breaking News
Home / জাতীয় / উভয়পক্ষকে মাঠ ছাড়ার অনুরোধ প্রশাসনের, বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক

উভয়পক্ষকে মাঠ ছাড়ার অনুরোধ প্রশাসনের, বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক

যমুনা নিউজ বিডি: টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে সঙ্কট নিরসন ও সংঘর্ষ থামাতে মাঠে অবস্থানরত তাবলীগের সকল সাথী, মাওলানা সাদের অনুসারী ও মাদরাসা শিক্ষার্থীদের মাঠ ছাড়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন। পুলিশের এডিশনাল ডিআইজি মনিরুজ্জামান এই মহুর্তে মাঠে অবস্থানরত উভয়পক্ষকে নিরাপদে ফিরে যাওয়ার অনুরোধ করেন। তিনি জানান, জোড় ও ইজতেমা যথা সময়ে হবে কিনা এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বিকাল ৩ টায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

সেখান থেকে সিদ্ধান্ত হবে জোড় ও ইজতেমার ব্যাপারে। এবং বৈঠকের পর সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। জানা যায়, বৈঠকে তাবলীগ জামাতের দুই পক্ষ ও আলেম উপদেষ্টাদের অনেকেই অংশগ্রহণ করবেন। বৈঠকে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ সেখানে উপস্থিত থাকবেন।

Check Also

চকবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাধ্যমত সাহায্য করবে বিএনপি : ফখরুল

যমুনা নিউজ বিডি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,চকবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাধ্যমত সাহায্য করবে …

Powered by themekiller.com