Breaking News
Home / সারাদেশ / আইবিএফবি’র নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট সাউদিয়া খান

আইবিএফবি’র নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট সাউদিয়া খান

যমুনা নিউজ বিডি ঃ ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির ঘোষণা করা হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাফোনের পরিচালক এবং সফল নারী উদ্যোক্তা লুৎফুন্নেসা সাউদিয়া খান।

গতকাল বুধবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে আয়োজিত হয় বার্ষিক সাধারণ সভা। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। সভার শেষ অধিবেশনে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ঘোষিত হয় নতুন কমিটি।

নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট সাউদিয়া খান দেশের স্বনামধন্য তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান বাংলাফোন লিমিটেডের পরিচালক হিসেবে কর্মরত আছেন। নারী উদ্যোক্তা হিসেবে তিনি ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছেন।

Check Also

টুঙ্গিপাড়ায় নির্বাচনী ফলাফল প্রত্যাখান :টুঙ্গিপাড়া-ঢাকা সড়ক অবরোধ

যমুনা নিউজ বিডিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ভোটর পুন:গণণার দাবীতে সংবাদ সম্মেলন …

Powered by themekiller.com