Home / সারাদেশ / অরিত্রি আত্মহত্যা : হাসনা হেনার মুক্তির দাবিতে ভিকারুননিসায় বিক্ষোভ

অরিত্রি আত্মহত্যা : হাসনা হেনার মুক্তির দাবিতে ভিকারুননিসায় বিক্ষোভ

যমুনা নিউজ বিডি: শিক্ষকদের অপমানে নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় আটক শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে  বিক্ষোভ দেখাচ্ছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন ভিকারুননিসার প্রভাতী শাখার শিক্ষক হাসনা হেনা।

আজ শুক্রবার দুপুর ২টায় স্কুলের মূল ফটকের সামনে অবস্থান করে ছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্কুলের সাবেক শিক্ষার্থীরাও।

গ্রেপ্তার হওয়া ভিকারুননিসার প্রভাতী শাখার শিক্ষক হাসনা হেনাকে নির্দোষ দাবি করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষকদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীদের দাবি, অরিত্রির বাবা-মা হাসনা ম্যাডামকে দোষী সাব্যস্ত করেননি। কিন্তু যারা দোষী তাদের গ্রেপ্তার না করে হাসনা হেনাকেই গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে হাসনা হেনাকে মুক্তি না দেয়া হলে নতুন কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

Check Also

শার্শা সীমান্ত থেকে ইয়াবাসহ যুবক আটক

যমুনা নিউজ বিডি : যশোরের শার্শা থানার অগ্রভুলাট সীমান্ত থেকে ১ হাজার ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ …

Powered by themekiller.com