April 23, 2024, 4:36 pm

বিক্ষোভ মিছিলে সহিংসতায় ইইউর উদ্বেগ

যমুনা নিউজ বিডিঃ সম্প্রতি বাংলাদেশে বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ মিছিলে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে এক টুইট বার্তায় এ উদ্বেগের কথা জানায় ঢাকাস্থ ইইউ কূটনৈতিক মিশন।

ওই টুইট বার্তায় বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং সদস্য রাষ্ট্রগুলো কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ত।

এতে আরও বলা হয়, বিক্ষোভ মিছিলে সহিংসতা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে ইইউ। পরবর্তী সংসদ নির্বাচনের সময় অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয়তা রয়েছে।

প্রসঙ্গত, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আবদুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশের আয়োজন করছিল বিএনপি। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD