December 1, 2023, 2:07 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে এনআইএ্যাক্ট ও মাদক মামলায় দুইজন ও গাঁজাসহ আরো একজন মোট তিন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, সিআর এনআইএ্যাক্ট মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে আদমদীঘি উপজেলার ডালম্বা গ্রামের আফজাল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম, মাদক মাদলায় ছাতিয়ানগ্রাম চৌধুরী পাড়া নুর মোহাম্মাদের ছেলে আবুল কালাম এবং ৫০ গ্রাম গাঁজাসহ সান্দিড়া গ্রামের রবিউল ইসলাম ধলুর ছেলে বাপ্পি হোসেনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।