October 13, 2024, 2:53 pm

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

নাগেশ্বরীতে পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ)-এর আয়োজনে, মালালা ফান্ডের অর্থায়নে ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নাখারগঞ্জ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর ইসলাম মিয়া, ভাব বাংলাদেশের আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে মালালা প্রকল্পভুক্ত নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিবেশ ক্লাবের সদস্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলামসহ অতিথিরা ৪ বিদ্যালয়কে ২০০টি ফলজ ও বনজ গাছের চারা উপহার হিসেবে প্রদান করেন।

এসময় ভাব বাংলাদেশের পক্ষ থেকে আইইসি উপকরণ হিসেবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতা ও করণীয় বিষয়ে “এসো সচেতনতা গড়ি, দুর্যোগ মোকাবেলা করি” শিরোনামে ৮০০টি বই প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD