October 4, 2024, 5:46 am

নন্দীগ্রামে ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ২৭শে সেপ্টেম্বর (শুক্রবার) বাদ আসর নন্দীগ্রাম কলেজ জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বগুড়া-নাটোর মহাসড়ক হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় বাসস্ট্যান্ডে উপজেলা ওলামা পরিষদ এর উদ্যোগে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সভাপতি মাওলানা নাজমুল হক এর সভাপতিত্বে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ কর্তৃক তাকে সমর্থন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। ওই সময় উলামা পরিষদ এর সহ-সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মুফতি শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক, পৌর উলামা পরিষদ এর সভাপতি মুফতি মোশারফ হোসেন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান সহ নন্দীগ্রাম উপজেলা শাখার নেতাকর্মী এবং সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং সাধারণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসূল (সা.)-এর নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ কর্তৃক তাকে সমর্থন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এমন মন্তব্য করা থেকে বিরত থাকার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD