October 4, 2024, 6:15 am
যমুনা নিউজ বিডি: যৌথ বাহিনীর অভিযান চলাকালে ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জনের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আছরের নামাজের পর টাঙ্গাইল সদর উপজেলার করের বেতকা গ্রামের বোয়ালী মাদরাসা মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। জানাজার আগে এই সেনা সদস্যকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এর আগে, আজ বিকেল সাড়ে ৩টার দিকে তানজিম ছরোয়ার নির্জনের মরদেহ কক্সবাজার থেকে হেলিকপ্টারযোগে টাঙ্গাইল হেলিপ্যাডে এসে পৌঁছায়। সেখান থেকে তার মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইল শহরের করের বেতকা গ্রামে নিয়ে যাওয়া হয়। এসময় সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তার বাবা সরোয়ার জাহান ও মা নাজমা আক্তার।