October 11, 2024, 9:28 am
সুজানগর (পাবনা) প্রতিনিধি : আশ্বিনের অসহনীয় গরম ও সীমাহীন লোডশেডিংয়ের কারণে পাবনার সুজানগরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিশেষ করে অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২’র আওতাধীন সুজানগর আঞ্চলিক অফিসের ভুক্তভোগী গ্রাহকরা জানান, গত ৫/৭দিন হলো সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের সর্বত্র চলছে সীমাহীন লোডশেডিং। দিনের পাশাপাশি রাতেও দেওয়া হচ্ছে লোডশেডিং। কখনও কখনও দিনের তুলনায় রাতেই বেশি লোডশেডিং দেওয়া হচ্ছে। রাতে এবং দিনে এক ঘন্টার ব্যবধানে ২/৩ বারও লোডশেডিং দেওয়া হয়।
উপজেলার কুড়িপাড়া গ্রামের তাঁত শিল্প মালিক আসাদুজ্জামান রোকন বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তাদের তাঁত শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অফিস-আদালত, ব্যাংক বীমা এবং ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
লোডশেডিংয়ের ফলে স্থানীয় সাংবাদিকরা সুষ্ঠুভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না। লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা।
উক্ত আঞ্চলিক অফিসের ডিজিএম মো. সাহিদুল ইসলাম বলেন, চাহিদার তুলনায় বরাদ্দ কম। সে কারণে লোডশেডিং হচ্ছে। তবে শিগগিরই লোডশেডিং দূর হয়ে যাবে।