October 4, 2024, 6:13 am

বগুড়ায় ২ জনকে কুপিয়ে হত্যা

ষ্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুর উপজেলায় ২ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের ছোট মন্ডলপাড়ায় তাদের ওপর হামলা হয়।

জানা গেছে, নিহত সাগর আশেকপুর ইউনিয়নের হাটখোলা পাড়া গ্রামের গোলাম তালুকদারে ছেলে। আর নিহত স্বপন মিয়া একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। নিহত সাগরের নামে হত্যাসহ ১৭টিরও অধিক মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার পর সাগর, স্বপন ও মুক্তার একটি মোটরসাইকেল যোগে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যা সোয়া ৭ টার দিকে ছোট মন্ডলপাড়া গ্রামের রাস্তায় দুর্বৃত্তরা তাদে ওপর হামলা করে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে ফেলে রেখে যায়।

সরেজমিনে দেখা যায়, গ্রামের রাস্তায় ডোবার পাশে সাগরের লাশ এবং গফুরের বাড়ির উঠানে স্বপনের লাশ পড়ে আছে। রাস্তায় আরও একটি হাতের কব্জি পড়ে থাকতে দেখা যায়। পুলিশের ধারণা সাগরের সাথে থাকা মুক্তার নামের ওই যুবকের হাতের কব্জি হতে পারে। তবে ওই যুবক কোথায় চিকিৎসা নিচ্ছেন তা এখনও জানা যায়নি।

নিহত সাগরের বাবা গোলাম মোস্তফা তালুকদার বলেন, ‘বিকালে পুকুরে চাষের মাছ দেখার জন্য গিয়েছিল সাগর। ফেরার পথে কে বা কারা জানি আমার ছেলেসহ দুইজনকে কুপিয়ে হত্যা করেছে। আমার ছেলের সাথে কয়েকজনের শত্রুতা ছিল। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ‘নিহত সাগরের নামে থানায় ১৭টির বেশি মামলা আছে। যেহেতু সাগরের নামে একাধিক মামলা ছিল তাই আমরা ধারণা করছি পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা সাগর ও তার সহযোগী স্বপনকে কুপিয়ে হত্যা করেছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশের একাধিক টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD