October 4, 2024, 11:30 am
ষ্টাফ রিপোর্টার: বগুড়াস্থ গাইবান্ধা এসোসিয়েশন কর্তৃক আয়োজিত নতুন অঙ্গ সংগঠন (গাইবান্ধা স্টুডেন্ট এসোসিয়েশন) এর আহবায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে মধ্যাহ্নভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।
সোমবার দুপুরে শহরের টিএমএসএস অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি এটিএম রশিদুল ইসলাম শোভনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংগঠনের উপদেষ্টা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক(সাবেক) ডাঃ মইনুল হাসান সাদিক।
অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, সরকারি আজিজুল হক কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, কাহালু মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাংবাদিক মামুন-উর-রশিদ, জিলা স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মালেক, সিনিয়র সহকারী শিক্ষিকা শাহনাজ বেগম, সংগঠনের সহ সভাপতি এটিএম মশিউর রহমান রাসেল, সাধারণ সম্পাদক ফিরোজ কবির, যুগ্ম সাধারণ সম্পাদক, এসএম জাকির হোসেন, আব্দুর রাজ্জাক রনি, মাহবুবুর রহমান, রুহুল আমিন ডেভিট, দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর প্রমুখ।
শেষে তিন মাসের জন্য আহবায়ক কমিটির গঠন করা হয়েছে। শেষে বগুড়া জিলা স্কুল থেকে এস এস সি’২৪ এর গাইবান্ধা জেলার দুই কৃতি শিক্ষার্থী সাম্য ও সিফাতকে ক্রেস্ট প্রদান করা হয়।