October 4, 2024, 12:07 pm

বগুড়ায় স্বেচ্ছাসেবকদল নেতা মিজান হত্যা মামলায় গ্রেপ্তার ২

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজান হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি। শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের রজাকপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন- রজাকপুর এলাকার মমতাজুর রহমানের ছেলে আহসান হাবীব এবং একই এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে মো: হান্নান। শনিবার পৌণে চারটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ওসি মুস্তাফিজ হাসান। এর আগে, গত ৯ সেপ্টেম্বর রাতে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে সদর উপজেলার গোকুল বাজার এলাকায় মিজানুর রহমান মিজানকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত মিজান বগুড়া সদরের গোকুল উত্তরপাড়ার আফসার আলী সাকিদারের ছেলে। একই সাথে তিনি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছিলেন। ডিবির ওসি মুস্তাফিজ হাসান বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় নিহত মিজানের স্ত্রী সালমা আকতার নিশার দায়ের করা হত্যা মামলার দুই আসামি আহসান হাবীব ও হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD